সুন্দর জিনিস এর উপর মানুষের বেশি আকর্ষণ।
এ কারনেই মানুষ এর প্রকাশ ঘটে রং এবং ডিজাইন এর মধ্যে দিয়ে।
অতীতে যখন কাপড় ছাপানোর মেশিন ছিলো না তখন মানুষ হাতেই বিভিন্ন ভাবে কাপড় প্রিন্ট করতো।
এর অন্যতম উদাহরণ হলো- ব্লক বাটিক, হ্যান্ড পেইন্ট । সেই প্রাচিন কাল থেকেই এখনও সেটিই প্রচলিত রয়েছে।
বাটিকের পোশাক যেমন ঘরে অনায়াসেই পরিধান করা যায় তেমনি যে কোন অনুষ্ঠানে ও ব্লক, বাটিক এর পোশাক অতুলনীয়।
কাঠের ওপর করা নকশা রং এ ডুবিয়ে কাপড়ের ওপরে চেপে ধরলেই ফুটে ওঠে নকশার বাহার।
অনেকে তো তাদের পছন্দের মানুষকে এগুলো উপহার হিসেবে দিয়েও থাকেন।
তবে ব্লক, বাটিক এই কাপড় গুলোর আলাদা ভাবে যত্ন নিতেও হয়।
এতে এটি অনেক সময় পর্যন্ত ধরে টিকে থাকে। তাই এগুলো যত্নে একটু সচেতন থাকতে হয়।
Reviews
There are no reviews yet.